ঢাকা , শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫ , ১১ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

শেখ হাসিনার বিবৃতিতে বিক্ষোভের আগুন, ভারতকে প্রতিবাদ জানালো ঢাকা

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ০৬-০২-২০২৫ ১১:৩৯:১০ অপরাহ্ন
আপডেট সময় : ০৬-০২-২০২৫ ১১:৩৯:১০ অপরাহ্ন
শেখ হাসিনার বিবৃতিতে বিক্ষোভের আগুন, ভারতকে প্রতিবাদ জানালো ঢাকা
ঢাকায় ছাত্র-জনতার বিক্ষোভ ও ভাঙচুরের পেছনে শেখ হাসিনার ভারতের অবস্থান থেকে দেওয়া অবিরাম বিবৃতি বড় কারণ বলে দাবি করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “শেখ হাসিনা ভারতের মাটি থেকে যেসব বক্তব্য দিচ্ছেন, তা দেশের ভেতরে অস্থিরতা সৃষ্টি করছে। এই বিষয়ে আমরা ভারতকে লিখিতভাবে জানিয়েছি।”
এরই ধারাবাহিকতায় ঢাকায় নিযুক্ত ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব করে আনুষ্ঠানিকভাবে প্রতিবাদপত্র হস্তান্তর করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। ভারতকে বারবার অনুরোধ, শেখ হাসিনার বক্তব্য বন্ধে চাপ প্রসঙ্গে পররাষ্ট্র উপদেষ্টা জানান, শেখ হাসিনাকে বক্তব্য দেওয়া থেকে বিরত রাখতে ভারত সরকারকে একাধিকবার অনুরোধ জানানো হয়েছে।
এখন ভারত কী পদক্ষেপ নেয়, তা পর্যবেক্ষণে রয়েছে বাংলাদেশ সরকার। আদানির চুক্তি নিয়ে প্রশ্ন তিনি জানান, ভারতীয় কোম্পানি আদানির সঙ্গে হওয়া বিদ্যুৎ চুক্তিতে দেশের স্বার্থ যথাযথভাবে রক্ষা হয়নি। এছাড়া, আগামী এপ্রিলের মধ্যে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ঢাকা সফরে আসবেন বলে নিশ্চিত করেন পররাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, “বাংলাদেশ চায় পাকিস্তানের সঙ্গে সম্পর্ক উন্নত করে সর্বোচ্চ কূটনৈতিক ও বাণিজ্যিক সুবিধা আদায় করতে।”

নিউজটি আপডেট করেছেন : BanglaNewsLive24

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ